প্রচ্ছদ > বিনোদন >

বিবাহবার্ষিকীতে ছবি পোস্ট, বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে দিলেন ঐশ্বরিয়া

article-img

অভিষেক বচ্চন-ঐশ্বরিয়া রাই বচ্চনের সংসারে নাকি চিড় ধরেছে, এমন গুঞ্জনে সয়লাব ছিল বলিউড। সেই গুঞ্জন যখন মাত্রা ছাড়িয়ে যাচ্ছিল ঠিক তখনই তুড়ি মেরে তা উড়িয়ে দেন প্রাক্তন বিশ্বসুন্দরী।

গতকাল ২০ এপ্রিল, ১৮তম বিবাহবার্ষিকীতে ইনস্টাগ্রামে অভিষেক ও আরাধ্যার সঙ্গে মিষ্টি ছবি পোস্ট করলেন তিনি।

ছবিতে সাদা পোশাকে দেখা গেছে তাঁদের।

অভিষেকের বাহুলগ্না স্ত্রী ও মেয়ে। তিনজনের ঠোঁটের কোণে মিষ্টি হাসি। ছবিটি পোস্ট করে একটি সাদা রঙের হৃদয়ের ইমোজি দিয়েছেন অভিনেত্রী। অবশ্য অভিষেক বিবাহবার্ষিকী নিয়ে সোশ্যাল মিডিয়ায় এখনও পর্যন্ত কোনও পোস্ট করেননি।

 

বিচ্ছেদের জল্পনা উড়িয়ে অভিনেত্রীর এই পোস্ট দাবানলের মতো ভাইরাল হয়েছে। তাঁর অনুরাগীরা খুবই খুশি। কেউ কেউ লিখেছেন, ‘আপনাদের এক ফ্রেমে দেখে খুশি।’ আবার কেউ লিখেছেন, ‘এভাবে বেঁধে বেঁধে থাকুন তিনজনে।

’ আবার কারও মতে, যাঁরা বিচ্ছেদের গুঞ্জনে চিৎকার করছিলেন, এই ছবি যেন তাঁদের মুখে চড় মারার শামিল।

 

প্রসঙ্গত, ২০০৭ সালে সাতপাকে বাঁধা পড়েন অভিষেক বচ্চন-ঐশ্বরিয়া রাই। এরপর ২০১১ সালে তাদের সংসারে আসে কন্যা সন্তান আরাধ্যা। কয়েক বছর যেতে না যেতেই বিচ্ছেদের গুঞ্জনে ভারী হয়ে ওঠে বি টাউন। বলিপাড়ার অলিগলিতে কান পাতলেই শোনা যাচ্ছিল মন খারাপ করা খবর।

 

কখনো শোনা গেছে, শাশুড়ি জয়া বচ্চনের সঙ্গে খাপ খাওয়াতে পারছেন না ঐশ্বরিয়া, সে কারণেই নাকি বিচ্ছেদের সম্পর্ক। আবার কেউ কেউ দাবি করতেন, শাশুড়ি নয়। অভিষেকের সঙ্গেই নাকি ঐশ্বরিয়ার মতবিরোধ সবচেয়ে বেশি। অভিষেক পরকীয়ায় জড়িয়েছেন, এমন খবরও ছড়িয়েছিল। তাই জীবনের পথ আলাদা হতে চলেছে তাঁদের। 

এরপর একাধিক অনুষ্ঠানেও একসঙ্গে দেখা যায়নি তাঁদের। মেয়ে আরাধ্যার সঙ্গে দেখা গেছে ঐশ্বরিয়াকে। এসব টানাপোড়েনের মাঝে ছবি পোস্ট করে জল্পনার আগুনে যে জল ঢাললেন অভিনেত্রী, সে বিষয়ে কোনো সন্দেহ নেই।